Disqus Shortname

Sunday, December 6, 2015

শীতে ত্বকের যত্ন



এক্সক্লুসিভ ডেস্ক: শহরে এখনো পুরোপুরি শীতের প্রাদুর্ভবা দেখা না গেলেও গ্রামে এরই মধ্যে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। শীতের দিনে সকাল-সন্ধ্যার ঠাণ্ডা হাওয়ায় অনেকেই নিজেকে গুছিয়ে রাখতে পারেন না। বিশেষ করে ত্বকের যত্নের ব্যাপারে এ সময় যদি বাড়তি একটু যত্ন না নেয়া যায়, তাহলে ত্বকের রুক্ষভাব নিয়ে আপনি হয়তো বন্ধুদের সামনে বেরই হতে পারবেন না। তাই শীতের দিনে ত্বকের যত্ন নেয়ার প্রয়োজনীয় কিছু পরামর্শ নিম্নরূপে দেয়া হলো- - শীতে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। তাই কমলা লেবুর শুকনো খোসা বেটে কাঁচা দুধ মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকে সতেজ ভাব এসেছে। - যাদের স্বাভাবিক ত্বক তারা চাইলে যে কোনো লোশন, সানক্রিন ও কোল্ডক্রিম ব্যবহার করতে পারেন। তবে সমস্যা যাদের তৈলাক্ত ও শুষ্ক ত্বক। - এখন থেকেই গ্লিসারিন বা অলিভ ওয়েল ব্যবহার করা শুরু করুন। তবে তা অবশ্যই গোসলের পরে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে। এতে ত্বকের শুষ্ক ভাব দূর হবে। - শুষ্ক ত্বকের জন্য পেস্তা বাদাম বাটা ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, ডিমের কুসুম একত্রে মিশিয়ে মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। - যাদের তৈলাক্ত ত্বক তারা ওয়েল ফ্রি পোডাক্ট ব্যবহার করুন। এছাড়া ঘরোয়া হিসেবে ১টি ডিমের সাদা অংশ, ১ চা চামচ যবের গুঁড়া আর একটু গ্লিসারিন মিশিয়ে প্যাক তৈরি করে মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। - মুলতানি মাটি ১ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ মিশিয়ে মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকে এসেছে সতেজতার ছোঁয়া। এই সময়ে ত্বকের পানিশূন্যতায় ত্বকে র্যাশ, বলিরেখাও পড়তে পারে। এতে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাবে। তাই কেবল বাইরের যত্ন করলেই হবে না, এ সময়ে ত্বকের সতেজতায় প্রচুর পরিমাণে পানি পান করুন। খেতে পারেন শীতকালীন রঙিন সবজি আর ফলমূল।
Share:

পুরাতন সংবাদ

Definition List

Unordered List

Support