এক্সক্লুসিভ ডেস্ক : আকাশের বয় মাত্র ৫ বছর। আর এই বয়সেই সে নজর কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের। উঠে এসেছে সংবাদ শিরোনামে তার শৈল্পিক গুণে। তার নিপুন শিল্পকলায় মুগ্ধ না হয়ে থাকা যায় না। বিস্ময়ের ঘোর নিয়েও অনেকে দেখছেন তাকে।
জানা গেছে, ভারতের বর্ধমান শিল্প মেলায় হাতে একটা হাতুড়ি আর ছেনি নিয়ে বাঁশের উপর খোদাই করে দারুণ দারুণ সব নকশা করে যাচ্ছে পাঁচ বছরের ওই আকাশ। যা সত্যি মনোমুগ্ধকর। দৃষ্টি নন্দন এই শিল্প কিনেও নিচ্ছেন আপন মনে অনেকে।
বর্ধমান শিল্প মেলায় বিভিন্ন জেলা থেকে শতাধিক শিল্পী তাদের পসরা নিয়ে হাজির হয়েছেন। কিন্তু পাঁচ বছরের আকাশ বৈশ্য এর শিল্প-শৈলী আলাদা মাত্রা দিয়েছে মেলাকে। তার কাজ দেখতেই অনেক মানুষ মেলায় আসছেন। তার শিল্প বিক্রিও হচ্ছে প্রচুর। অনেকে এই ক্ষুদে শিল্পীর প্রতিভা দেখে খুশি হয়ে নির্দিষ্ট মূল্যের থেকে অনেক বেশি দাম দিচ্ছেন।
দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডির কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আকাশ। বাবা ঝন্টু বৈশ্য এই বাঁশের কাজের সাথে যুক্ত। এই কাজ করেই সংসার চালান তিনি। ছোট থেকেই বাঁশ-শিল্পের এই কাজ শেখার খুব আগ্রহ আকাশের। বাবার কাজ দেখেই ছোট্ট আকাশ এই শিল্প রপ্ত করে নিয়েছে।
বাড়ি থেকে ৫ কিমি দূরে মহেশপুরের কেজি স্কুলের ক্লাস ওয়ানে পড়ে আকাশ। স্কুল থেকে বাড়ি ফিরে ও পড়াশোনার ফাঁকে সময় পেলেই সে শুরু করে দেয় তার শিল্পকর্ম। মা বাবার ইচ্ছা ছেলে বড় হয়ে যেন আরও ভাল শিল্পী হয়।
বাড়ি থেকে ৫ কিমি দূরে মহেশপুরের কেজি স্কুলের ক্লাস ওয়ানে পড়ে আকাশ। স্কুল থেকে বাড়ি ফিরে ও পড়াশোনার ফাঁকে সময় পেলেই সে শুরু করে দেয় তার শিল্পকর্ম। মা বাবার ইচ্ছা ছেলে বড় হয়ে যেন আরও ভাল শিল্পী হয়।