Disqus Shortname

Wednesday, December 23, 2015

যে পাঁচটা গুণ থাকলে ছেলেদের প্রেমে পড়ে মেয়েরা

যে পাঁচটা গুণ থাকলে ছেলেদের প্রেমে পড়ে মেয়েরা

এক্সক্লুসিভ ডেস্ক : নারী চরিত্র বেজায় জটিল। কিছুই বোঝা যায় না। মেয়েদের মন বোঝা ভারী কঠিন। তবুও একটু সরলীকরণের রাস্তায় হাঁটলে এবং পাঁচটা গুণ থাকলে ছেলেদের প্রেমে পড়ে মেয়েরা। জেনে নিন, সেই পাঁচটি গুণ- ১) যেকোনো পরিস্থিতিতে যার হাসানোর ক্ষমতা থাকে- মেয়েরা চায় সেন্স অফ হিউমার বা কৌতূকবোধ থাকা ছেলেদের সঙ্গে বেশি সময় কাটাতে। গুরুগম্ভীর নয় মুখে সবসময় হাসি থাকা মানুষই মেয়েদের কাছের লোক হয়। কোন মেয়ে কোন ছেলেকে ভালোবাসলে তার প্রাথমিক শর্ত ছেলেটার মুখের হাসিটা। আর তার হাসানোর ক্ষমতাটা। বুদ্ধিদীপ্ত কিছু হাসির কথা কিংবা সঠিক সময়ে মজার কিছু কথা বলে ফেলা পুরুষদের মেয়েরা নিজের অজান্তেই পছন্দ করে ফলে। এরপর সেই পছন্দটা ভালোলাগায় পরিণত হতে পারে। ২) ভালো শ্রোতা, স্পষ্ট বক্তা- মেয়েরা বলতে খুব ভালোবাসে। সমীক্ষা বলছে, ছেলেদের থেকে মেয়েরা সাধারণত ভালো বক্তা হয়। মেয়েরা চায় একজন ভালো শ্রোতা। তবে সবসময় হ্যাঁ-তে হ্যাঁ, না তে না বলা নয়, মেয়েরা চায় তার পুরষ সঙ্গিটি যেন ভালো শ্রোতা হয়ে কথার রসদ জোগান। ভালো শ্রোতার পাশাপাশি স্পষ্ট বক্তা ছেলেদের, মেয়েরা বেশি পছন্দ করে। পেটে এক আর মুখে আরেক সেরকম পুরুষ মেয়েদের পছন্দ নয়। ৩) যে আমাকে আমার মত থাকতে দেয়- একজন মেয়ে চায় সে তার মত থাকবে। অবশ্য নিয়মশৃঙ্খলা মানবে, কিন্তু কোনও কিছু চাপিয়ে দেয়া নয়। যার সঙ্গে কথা বলতে ভালো লাগে, তার সঙ্গে কথা বলবে, মিশবে, যা খেতে-পরতে ভালোলাগে তাই করবে। তুমি এটা করো না, ওটা করো না, এর সঙ্গে কথা বলো না। এসব কথা শুনতে মেয়েরা ভালোবাসে না। রাজপুত্র আর রাক্ষুসীর গল্পটি মনে করুন, দেখবেন মেয়েদের পছন্দ বুঝতে পারবেন। ৪) লেখক, কবি, চিত্রকর অথবা শিল্পী- মেয়েরা সৃজনশীল বা ক্রিয়েটিভ মানুষদের বেশি পছন্দ করে। যে কারণে ডাক্তার, ইঞ্জিনিয়ারদের চেয়ে লেখক, কবি, চিত্রকর বা পরিচালক-অভিনেতাদের প্রেমিকার সংখ্যা সাধারণত বেশি হয়। আসলে মেয়েদের একটা আলাদা জগত্ থাকে, সেই জগত্টা সৃজনশীলতার, নতুন কিছু করার। তাই সৃষ্টিশীল মানুষদের সঙ্গে মিশলে মেয়েরা বাড়তি অক্সিজেন পায়, প্রেমেও পড়ে। ৫) যারা মনের জোর বাড়াতে পারে- মেয়েরা চায় এমন কোনো পুরুষকে যারা পাশে থেকে মনের জোর বাড়াতে পারে। মেয়েদের মনের জোর অনেক। কিন্তু সেই মনের জোর আরও বাড়ানোর জন্য পাশে কাউকে পেলে সে অনেক বড় কিছু করতে পারে। মেয়েরা চায় সব পরিস্থিতিতে এমন কোনো পুরুষ থাকুক যারা তাদের মনের জোর বাড়াবে। এসবের পাশাপাশি সাধারণত অর্থবান, সফল, শিক্ষিত ও দীর্ঘকায় পুরুষদের পছন্দ মেয়েদের।

Share:

0 comments:

Post a Comment

পুরাতন সংবাদ

Definition List

Unordered List

Support