Disqus Shortname

Monday, May 2, 2016

জানেন, যাদের নামের প্রথমে P ও D বর্ণ দিয়ে শুরু হয় তারা কেমন মানুষ?

এক্সক্লুসিভ ডেস্ক : প্রিয় পাঠক আমরা এর আগে আপনাদের জানিয়েছি S, M এবং A বর্ণ দিয়ে শুরু হওয়া নামের মানুষগুলো কেমন হয়ে থাকে। তবে সেই ধারবাহিকতায় এবার আপনাদের জানাবো যাদের নাম P অথবা D বর্ণ দিয়ে শুরু হয়। তাহলে এবার আসুন এক নজরে জেনে নেয়া যাক এই দুটি বর্ণ দিয়ে শুরু হওয়া নামের মানুষগুলো কামন হয়।

P :

১) P বোঝায় ক্ষমতা।
২) এঁরা প্রতিভাবান ও চিন্তাশীল হন।
৩) সুবক্তা হওয়ায় এঁরা সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন।
৪) যে কোনো বিষয়ে এঁরা প্রচণ্ড পসেসিভ।
৫) সারাক্ষণ আত্মমগ্ন থাকেন। অন্যকে নিয়ে ভাবার এঁদের সময় নেই।

D:
১) এঁরা অবশ্য ভীষণ অর্গানাইজড।
২) জীবনে সবকিছুতে ব্যালান্স রাখতে এঁরা ওস্তাদ।
৩) এঁদের ইচ্ছাশক্তি প্রচুর। প্রচণ্ড মনোযোগী হন।
৪) নেতৃত্ব দেয়ার ক্ষমতা রয়েছে।
৫) তবে এঁরা একগুঁয়ে হন। কখনো কোনো বিষয়ে আপোস করা এঁদের পছন্দ নয়।

উল্লেখ্য, যদিও মানুষ তার নিজের মত করেই আচরণ করে থাকে। এখানে নামের উপর তার প্রভাব খুব বেশি একটা পড়েনা। যদিও আমরা বলে থাকি উমুক দেশ, ভিবাগ, জেলা বা থানার মানুষ ভালো নয়! আসলে এ কথাটি সঠিক নয়, কারণ সব এলাকাতেই ভালো মানুষ যেমন রয়েছে তেমনি কিছু খারাপ মানুষও রয়েছে। তেমনি যেই এলাকার মানুষগুলোকে আমরা অনেক ভালো বলে মনে করি সেই এলাকায় যে খারাপ মানুষ নেই তা কিন্তু নয়। তাহলে এটা আমাদের মনের ধারণা মাত্র। সেই থেকেই এই লেখাটি প্রকাশ করা। যদি কারো নামের সাথে মিলে যায় তাহলে আপনি যে এমনটি হবে তা ঠিক নয়। এটা গবেষকদের ধারণা মাত্র। আর আমরা তা আপনাদের জানার সুবিদার্থে প্রকাশ করেছি।-জিনিউজ
Share:

পুরাতন সংবাদ

Definition List

Unordered List

Support