Disqus Shortname

Saturday, December 12, 2015

আবারো ইউটিউবে ঝড়, প্রকাশ্যে কিশোরীকে নির্যাতনের ভিডিও (দেখুন ভিডিওতে)


আবারো প্রকাশ্যে কিশোরী নির্যাতনের ভিডিও। একটা শেষ হতে না হতে আরেকটা ভিডিও। মিরপুরে প্রকাশ্যে স্কুল ছাত্রী ইভটিজিং এর শিকার। এমনই একটি ভিডিও ক্লিপ দেখা যায় ইউটিউবে।
মানবতা আজ কোথায় দাড়িয়ে। সত্যিই ভাবতেই অবাক লাগছে। নারী মানেই মায়ের জাতি। সেই জাতিকে আজ নির্মমভাবে নির্যাতিত হতে হচ্ছে। তাও আবার প্রকাশ্যে। আমাদের প্রশাসনকে বলছি, একটু চোখ-কান খোলা রেখে এসব অপরাধীদের ধরুন।

এভাবে একের পর এক নির্যাতিত হতে থাকলে বোধ হয় জনজীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে। দেশের মানুষ শান্তিতে বসবাস করা ও চলাফেরায় বাধাগ্রস্থ হবে।


দেখুন ভিডিওটি:


Share:

পুরাতন সংবাদ

Definition List

Unordered List

Support