Disqus Shortname

Wednesday, July 27, 2016

হ্যাকের শিকার সবচেয়ে বড় পর্নোগ্রাফি শেয়ারিং সাইট 'পর্নহাব'

হ্যাকের শিকার হয়েছে সবচেয়ে বড় পর্নোগ্রাফি শেয়ারিং সাইট পর্নহাব। প্রকাশ পেয়েছে সাইট ব্যবহারকারীদের পর্ন দেখার অভ্যাসের তথ্য।

হ্যাকাররা প্রাপ্তবয়স্কদের এই সাইটটিতে অ্যাকসেস নেওয়ার একটি উপায় খুঁজে পেয়েছে। সেইসঙ্গে তারা কিছু ব্যবহারকারীর গোপন কিছু তথ্যও প্রকাশ করেছে। তবে, আর এমনটা না করার বিষয়ে তারা প্রতিশ্রুতিও দিয়েছেন! 

নিরাপত্তা গবেষকরা সাইটের ডেটাবেইসে হ্যাকারদের প্রবেশের পথ খুঁজে পেয়েছেন। এই ডেটাবেইসে ব্যবহারকারীদের সম্পর্কে সংবেদনশীল অনেক তথ্য রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।

দৈনিকটির প্রতিবেদন ভাষ্যমতে, ভুল হাতে এসব তথ্য পড়লে মারাত্মক সমস্যা হতে পারে। এর আগে 'অ্যাশলি ম্যাডিসন'-এর মতো সংবেদনশীল ওয়েবসাইট থেকে ব্যবহারকারীদের গোপন তথ্য প্রকাশের প্রভাব ছিল 'সর্বনাশা'। 

কীভাবে আসলে সাইটের নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে, তা নিয়ে দেওয়া এক বিবৃতিতে হ্যাকাররা বলে- "পর্নহাবের বাগ বাউন্টি প্রোগ্রাম আর এজন্য নির্ধারিত উচ্চমূল্যের পুরষ্কার আমাদের মনোযোগ আকর্ষণ করেছে।" এজন্য তারা শক্তিশালী আক্রমণের ধারণা নিয়ে নেন আর সিস্টেমের যতটা ভিতরে সম্ভব প্রবেশের লক্ষ্য ঠিক করেন বলেও জানান তারা। 

এর মাধ্যমে তারা জিতে নিয়েছেন ২০,০০০ মার্কিন ডলার। পুরস্কারের অর্থ এসেছে পর্নহাবের 'বাগ বাউন্টি প্রোগ্রাম' থেকে। এই প্রোগ্রামের মাধ্যমে পর্নহাব নগদ পুরস্কার দিয়ে ত্রুটি খুঁজে বের করে তা সমাধান করার জন্য হ্যাকারদেরকে উৎসাহিত করে।

সব ওয়েবসাইটই চায় তাদের ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রাখতে। এজন্য তারা নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে তা সমাধান করে দেওয়ার জন্য হ্যাকারদের প্রস্তাব করে থাকেন।

পিএইচপি ব্যবহার করে তৈরি এমন অন্যান্য সাইটের সুরক্ষায়ও এই হ্যাক কাজে দেবে বলে মত দৈনিকটির।
Share:

পুরাতন সংবাদ

Definition List

Unordered List

Support