Disqus Shortname

Saturday, February 6, 2016

কে দেয় কাকে চুরির শাস্তি

ফিচার ডেস্ক: সামান্য চুরির অপরাধে একটি বানরকে অমানবিক (!) শাস্তি দিল মুম্বাইয়ের মানুষ। শুধু তাই নয় স্থানীয় সেটিকে পিছমোড়া করে বেঁধে, খাঁচায় বন্দি করে রীতিমতো ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মজা করছে!
স্থানীয়দের অভিযোগ, বানরটি তাদের গত ছয় মাস ধরে জ্বালিয়ে মারছে। সুযোগ পেলেই খাবার চুরি করে, কাঁথা-বালিশ ছিঁড়ে ফেলে। অতিষ্ট হয়ে তারা একজন পেশাদার বানর শিকারীকে দিয়ে ওটিকে খাঁচাবন্দি করেছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের সিওন এলাকায় বানরটিকে ঘিরে বিপুল সংখ্যক উৎসুক মানুষের ভিড় হয়েছিল। সবার মাঝখালে বানরটি পিছমোড়া করে বাঁধা ছিল। পরে সেটির গলার শিকল ও বাঁধন খুলে খাঁচায় ভরা হয়। বানরটির এই বেহাল অবস্থা দেখে লোকজন খুব মজা পাচ্ছিল।








সামান্য খাবার চুরির জন্য একটি ক্ষুধার্ত বানরকে এভাবে শাস্তি দেয়া মানুষের কতোটা সাজে?...মানুষ বানরের কাছে ছোট হলো না কি?
Share:

পুরাতন সংবাদ

Definition List

Unordered List

Support