Disqus Shortname

Thursday, December 10, 2015

মুসলমানদের পক্ষে দাঁড়ালেন জাকারবার্গ


যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মাত্র দুদিন আগেই মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ চিরতরে নিষিদ্ধ করা উচিত। বিতর্কিত ওই মন্তব্যের দুদিন পর সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, গত এক সপ্তাহের ‘ঘৃণার’ পর মুসলমানদের সমর্থনে দাঁড়াতে চায় ফেসবুক।

প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলার পর সারা বিশ্বে মুসলমানদের প্রতি যে বিদ্বেষের মনোভাব বাড়ছে, তাতে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নিজের ফেসবুক পেজে এ বিষয়ে উদ্বেগ ব্যক্ত করে মুসলিম সম্প্রদায়ের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন তিনি।

মুসলমান ধর্মাবলম্বীদের উদ্দেশ করে জাকারবার্গ লিখেছেন, তাঁরা ফেসবুকে স্বাগত। একই সঙ্গে মুসলমানদের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে ফেসবুক লড়াই চালাবে বলেও জানিয়েছেন তিনি।

জাকারবার্গ লিখেছেন, “আমাদের ‘ফেসবুকবাসী’ ও সমগ্র বিশ্বে মুসলমানদের সমর্থনে গলা মেলাতে চাইছি। প্যারিসে হামলার পর মুসলমানদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, তা বুঝতে পারছি। সন্ত্রাসীদের নারকীয় কার্যকলাপের জন্য মুসলমানদের দায়ী করা হচ্ছে। একজন ইহুদি হিসেবে আমার বাবা-মা আমাকে সব সম্প্রদায়ের ওপর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা শিখিয়েছেন।”

জাকারবার্গ আরো লিখেছেন, ‘আজকে হয়তো সেই আক্রমণ আপনার ওপরে হচ্ছে না। কিন্তু আগামী দিনে অন্যদের স্বাধীনতার ওপর আক্রমণ প্রত্যেকেরই ক্ষতি করবে। ফেসবুকে যদি আপনি মুসলমান হন, তাহলে এর প্রধান হিসেবে আমি জানাতে চাই যে আপনি এখানে সর্বদাই স্বাগত। আপনার অধিকার রক্ষা এবং আপনার জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে আমরা লড়াই করব।’

জাকারবার্গ আরো লিখেছেন, ‘আশা ছাড়লে চলবে না। আমরা একসঙ্গে থাকলে এবং একে অপরের ভালোর কথা ভাবলে মানুষের জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব।’
Share:

পুরাতন সংবাদ

Definition List

Unordered List

Support